দক্ষিণ কোরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছে। দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
খবরে বলা হয়, রাজধানী সিউলের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে আনসানের একটি মোড়ে স্থানীয় সময় ভোর ৫:৪৫ টার দিকে দিনমজুরদের বহন করা একটি ভ্যানের সাথে একটি বাসের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষের ফলে ভ্যানটি উল্টে একটি যাত্রীবাহী গাড়িকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
সেখানে দুর্ঘটনার পর দ্রুততার সাথে ভ্যানে থাকা পাঁচজন শ্রমিককে কাছের হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত বলে নিশ্চিত করা হয়।
এ ঘটনায় চালকসহ ভ্যানে থাকা আরও সাতজন আহত হয়েছে।
যাত্রীবাহী গাড়িরও দুজন আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভ্যানটি ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করায় দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com