করোনা সংক্রমণ তোপে প্রায় বন্ধ ছিলো বিশ্ব মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হজ। সংক্রমণের মাত্র নিয়ন্ত্রণের সুবাদের এবছর স্বল্প পরিসরে শুরু হবে হজ্জ। তবে সে ক্ষেত্রে সৌদি সরকার হাজিদের জন্য নির্ধারিতন নিয়ম এবং হজ করতে যাওয়া লোকদের সংখ্যাও নির্দিষ্ট করে দিয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় মিডিয়া এসএপি জানায়, এবারের হজ্জ যাত্রীদের নির্দীষ্ট সংখ্যা অনুমতি দেয়া হয়েছে। হজ্জ করার জন্য মক্কায় ১০ লক্ষ মানুষ প্রবেশ করতে পারবে। হজ্জের উদ্দেশ্যে আগত সকলকেই করোনার নিয়ম পালন করতে বাধ্য থাকবে।
নিয়মের বিষয় এসএপি জানায়, এই বছর হজে আসা লোকদের অবশ্যই ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং হজ আবেদনের জন্য কোভিড টিকা সম্পূর্ণ করতে হবে। হজযাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। এছাড়া, হজ পালনে আগ্রহীদের স্বাস্থ্য সতর্কতার পাশাপাশি বাধ্যতামূলক কোভিড পিসিআর পরীক্ষা করতে হবে।
অপরদিকে আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানায়, অভ্যন্তরীণ ও বাইরে থেকে আসা হজযাত্রী মিলিয়ে ১০ লাখ মানুষকে এবার হজ পালনের অনুমতি দেবে সৌদি আরব ।
দুই বছর কোভিডের কঠোর বিধিনিষেধের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সৌদি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com