ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে ঢাকায় ‘ক্যারিয়ার মিট আপ’ অনুষ্ঠিত

জাগো বুলেটিন
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন দিতে দ্বিতীয় বারের মতো ঢাকায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘ক্যারিয়ার মিট আপ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে ও হক পাবলিকেশন্সের সহযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিতে এ মিটআপ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান প্রফেসর বুলবুল আহমেদ, ইইই ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান মো. রইস উদ্দীন মোল্লাহ প্রমুখ।

আয়োজনে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, বিডি জবস এর এজিএম (প্রোগ্রাম) মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার জুবায়ের হোসেন, ন্যাশনাল টিউবস লিমিটেড এর প্রকৌশলী (যান্ত্রিক) আমিনুর রহমান রাসেল, আইসিটি কেয়ার ও অর্জন কুরিয়ারের প্রতিষ্ঠাতা ও সিইও মো. সৌভিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন তহমিনা তাহরিম ইস্তি।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। বর্তমান চাকরি বাজার, সরকারি-বেসরকারি চাকরি প্রস্তুতি সম্পর্কে বক্তারা শিক্ষার্থীদের মাঝে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি দেশে-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়ও তুলে ধরেন তারা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান আয়োজক ও অংশগ্রহণকারী সবাইকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

তৌহিদ অ্যাসোসিয়েটসের কো-অর্ডিনেটর তানজিদ শুভ্র জানান, তৌহিদ অ্যাসোসিয়েটস শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার বিষয়ক পরামর্শমূলক এমন আয়োজন অনলাইন এবং অফলাইনে নিয়মিত করে আসছে। এর আগে সিলেট, বরিশাল, রংপুর, নোয়াখালী ও কিশোরগঞ্জে ক্যারিয়ার মিট আপ এর আয়োজন করা হয়েছিল।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com