যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধ্বনির হত্যাকাণ্ডের প্রতিবাদে পুলিশের বাঁধায় খাগড়াছড়ি জেলা যুবদলের বিক্ষোভ-সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের মিল্লাত চত্বর থেকে খাগড়াছড়ি জেলা যুবদলের বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি মূল সড়কে উঠার আগে আদালত সড়ক এলাকায় পুলিশের বাঁধার মুখে পড়লে সেখানে সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ শান্তিপূর্ণ বিক্ষোভ পুলিশের বাঁধার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় টিকে থাকতে সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে। তিনি অনতিবিলম্বে যুবদল নেতা ধ্বনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি নাসির সিকদার, আমির খান, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক আনিসুল আলম অনিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com