ঢাকাশনিবার , ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

সিরাজগঞ্জে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় ৬ ডাকাত আটক

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২২ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় পুলিশের গাড়ি থামিয়ে ওয়াকিটকি, হ্যান্ডকাপ, পুলিশের পোশাক, মোবাইল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুর ইসলাম মন্ডল বিপিএম (বার)।

তিনি জানান, আটককৃত ডাকাতেরা হলো, সিরাজগঞ্জের সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের মৃত ফটিক শেখের ছেলে সোহেল রানা (২৮),রায়পুর উত্তর পাড়া গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খাঁন (২২),চন্ডিদাসগাঁতী গ্রামের ভারাটিয়া মৃত নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৩৪), চর-মালশাপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান (২১), পুর্ব মোহনপুর গ্রামের বাবু কশাইয়ের ছেলে ইনামুল হক আশিক (১৯) ও সয়াধানগড়া মহল্লার কিসমত আলী শেখের ছেলে আব্দুল মোতাবেল হোসেন (২৬)। তিনি আরো জানান, বগুড়ার সোনাতলা থানা পুলিশের একটি টিম কিডন্যাপ হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে ঢাকায় যায়। উদ্ধার অভিযান শেষে গত বুধবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে ভিকটিমকে সাথে নিয়ে ফেরার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের কড্ডার মোড় এলাকায় এসে পৌছালে আটককৃত ডাকাতেরা পুলিশের ভাড়াকৃত মাইক্রোবাসের গতি রোধ করতে ঢিল ছুড়ে মারে। এসময় মাইক্রোবাসে থাকা ভিকটিম স্কুল ছাত্রীর চাচা শহিদুল ইসলামের মাথায় এসে ঢিলটি লাগে এবং আঘাতপ্রাপ্ত স্থান থেকে প্রচুর রক্তপাত শুরু হয়। ড্রাইভার গাড়ি থামিয়ে রক্তপাত বন্ধ করতে মাথায় গামছা বেধেঁ দেওয়ার সময় ডাকাত দলের সদস্যরা পিছন দিক থেকে হামলা চালিয়ে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার দুইদিন পর সোনাতলা থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল খালেক বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ডাকাতদের সিরাজগঞ্জ ও ঢাকার গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com