
ময়মনসিংহ জেলা পরিষদ ১০নল ওয়ার্ড ঈশ্বরগঞ্জের সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া (তালা মার্কা) ১৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সাংগঠনিক কমিটির সদস্য সচিব মোঃ আব্দুল মতিন (টিউবওয়েল) পেয়েছেন ২০ ভোট।
এর আগে সোমবার (১৭অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডে ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর আড়াইটার দিকে প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
