আজ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, কিশোরগঞ্জ এর আয়োজনে ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), কিশোরগঞ্জ; জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ ও জনাব ডাঃ জহির আহম্মেদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন, কিশোরগঞ্জ। এ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মামুন অর রশিদ, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, কিশোরগঞ্জ।
এ সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com