
টাংগাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে অসচ্ছল মুসলিম নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়।
শুক্রবার (৭ এপ্রিল) সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা. এম.এ. মান্নান এর সভাপতিত্বে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
ইফতার সামগ্রী উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. আমজাদ হোসেন রতন, ম্যানেজার হাফেজ মাসুম বিল্লাহ, নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার এর কো-চেয়ারম্যান তাসলিমা আক্তার মুন্নী, সহকারী ম্যানেজার হাসান সাদী প্রমুখ।
উল্লেখ্য, মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচী, দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ, মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান, করোনাকালীন মাস্ক বিতরণ, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, রান্না করা খাবার বিতরণ, শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ, শুকনা খাবার বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
