
সাভারের আশুলিয়ার বিভিন্ন বাসা বাড়ির গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা। শুক্রবার (৮ এপ্রিল) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহনকারীরা গ্যাসের অবৈধ সংযোগ বন্ধের অনুরোধ করেন। পাশাপাশি বৈধ গ্যাস সংযোগের দাবি জানান। গ্যাস সংকটের কারনে রান্না হয় না ফলে প্রায়ই না খেয়ে কাজে যেতে হয়েছে। আর এখন এই রমজান মাসে গ্যাস সংকটের কারণে শ্রমিকদের সন্ধ্যা রাতে এবং ভোররাতে খাবার না খেয়ে রোজা রাখতে হয়। অতীতে এরকম সংকট ছিল, কিন্তু এবারের সংকট অতীতকে অতিক্রম করেছে। এই সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতিও জোর দাবি জানান তারা।
এছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। তাদের দাবি এর সঙ্গে জড়িত রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশনের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী। যার ফলে শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সঙ্কট দেখা দিয়েছে।
মানববন্ধনে এসময় গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স, স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারি ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠন অংশগ্রহণ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
