ঘুর্ণিঝড় ইউনিসে পড়ে গেছে কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক গার্ডেনে থাকা "নিউটনের আপেল গাছ"। বাগানের কিউরেটর ডঃ স্যামুয়েল ব্রকিংটন বলেন, গাছটি ১৯৫৪ সালে রোপণ করা হয়েছিল এবং ৬৮ বছর ধরে এটি বোটানিক গার্ডেনের ব্রুকসাইডের প্রবেশপথে দাঁড়িয়ে ছিল। তিনি বলেন, এই গাছটি সেই গাছ থেকে ক্লোন করা হয়েছিল যা স্যার আইজ্যাক নিউটনকে মহাকর্ষের সূত্র আবিষ্কার করতে সহযোগিতা করেছিল। বোটানিক গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে গাছটির একটি ক্লোন অাছে যা শিগগিরই বাগানের অন্যত্র লাগানো হবে। এর অাগে ১৯ শতকে এটি একটি ঝড়ো হাওয়ায় উড়ে গিয়েছিল, তবুও গাছটি বেঁচে ছিল এবং বছরের পর বছর ধরে গ্রাফটিং দ্বারা এর বংশবিস্তার করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com