ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নগরকান্দায় ধর্ষন মামলা তুলে না নেয়ায় বাদীর বাড়ীতে হামলা, আহত- ৩

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
জুন ১৯, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায় ধর্ষন মামলা তুলে না নেয়ায় ধর্ষিতার বাড়ীতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে আসামীদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা ধর্ষিতার বাবা দৃষ্টি প্রতিবন্ধী , দাদা ও দাদীকে মারপিট করে এবং বাড়ী ভাংচুর করে। রবিবার বিকালে উপজেলার লস্করদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানাগেছে তিন মাস আগে লস্করদিয়া গ্রামের মোকলেস মোল্যার ছেলে শাকিল মোল্যা প্রতিবেশী এস এস সি পরীক্ষার্থীকে কৌসলে নিজ ঘরে ড়েকে নিয়ে জুসের মধ্যে অচেতন ওষুধ সেবন করে ধর্ষন করে। সেই ধর্ষনের দৃশ্য ছবি তুলে রাখে। পরে ছবিগুলো ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ঐ যুবতীকে আরো কয়েকবার ধর্ষন করে। এ ব্যাপারে ধর্ষিতার প্রতিবন্ধী বাবা বাদি হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে ধর্ষক শাকিল মোল্যা পলাতক রয়েছে।
মামলার বাদি ধর্ষিতার বাবা বলেন, আমরা দুই ভাই এক বোন দৃষ্টি প্রতিবন্ধী। অনেক কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাচ্ছি। শাকিল আমার মেয়ে ফাঁদে ফেলে ধর্ষন করেছে। সেই বিচার পেতে আমি আইনে গেছি। মামলা তুলে নিতে আমাকে বারবার হুমকি দিচ্ছে। ১৯ জুন রবিবার বিকালে শাকিলের বাবা মোকলেস মোল্যা, মামা ইসারত, মুশাসহ ১০/১২ জন লোক আমাদের বাড়ীতে হামলা করে বাড়ী ঘর ভাংচুর করে। আমরা বাধা দিলে আমাকে আমার মা ও বাবাকে মারপিট কলে।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ধর্ষনের ঘটনার পর থেকে আসামী শাকিল পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। আজকের ঘটনায় ভূক্তভোগীরা অভিযোগ করুক। অভিযোগ পেয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com