ময়মনসিংহে পুলিশ সুপার আহমার উজ্জামান (বিপিএম সেবা) ৭ই এপ্রিল বিকালে পুলিশ লাইন্সে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)— কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ,জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামসহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পুলিশ কর্মকর্তাগণ।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মাদক, জঙ্গী তৎপরতা রোধের পাশাপাশি সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সাভাবিক রাখতে পুলিশকে সাংবাদিকদের সাহায্য প্রয়োজন। ময়মনসিংহের মানুষের কল্যানে সরকার তাকে নিয়োগ করেছেন, এ গুরু দ্বায়িত্ব পালনে তিনি নিজেকে সর্বাত্বক নিয়োজিত রাখার কথা উল্লেখ করে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশের উপর জোর দেন।সভায় ময়মনসিংহ প্রেসক্লাব সেক্রেটারি বাবুল হোসেনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com