টাংগাইলের নাগরপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড নাগরপুর ও গয়হাটা সার্ভিসিং সেন্টার এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) নাগরপুর সার্ভিসিং সেন্টার এর কনফারেন্স কক্ষে এজিএম মো.শহিদ মিয়ার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা ম্যানেজার মো. আব্দুল আলীম মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার রাজিব কুমার সাহা,নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজ,বিভিন্ন ইউনিট ম্যানেজারবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, পলিসি হোন্ডার, এজেন্ট বৃন্দ।এ সময় দোয়া পরিচালনা করেন নাগরপুর সরকারী কলেজ মসজিদের মোয়াজ্জিন হাফেজ ছানোয়ার হোসেন।
বক্তৃারা বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com