টাংগাইলের নাগরপুরে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৭ এপ্রিল) বিশ্বনবী( সা.) হাফিজিয়া ও এতিমখানার মাঠে তালিমুল কুরআন ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সভাপতি ডা.মো.আজিজুর রহমান এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক হাফেজ আজিম মিয়ার পরিচালনায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা সহ সাধারণ সম্পাদক হযরত মাওলানা ইদ্রিস আলী আকন এবং প্রধান ধর্মীয় আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ও প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম সাহেব।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মজিদ মিয়া,অধ্যক্ষ হযরত মাওলানা গোলাম রাব্বানী সাহেব,নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ,সুশীল সমাজ,শুভাকাঙ্ক্ষীসহ এতিমখানার সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com