টাংগাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মে) সকালে নাগরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুণর্মিলনী উদযাপন কমিটি নাগরপুর উপজেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ঈদ পুণর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদপুণর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার (ছানা)। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আশরাফুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি ও ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার,উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান প্রমুখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com