ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

আমতলীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ৪, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী – শেখ হাসিনাকে বিএনপি জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকাল ৪ টায় আমতলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আমতলী উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা মৎস্যজীবী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন । আমতলী উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আল হেলাল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অ্যাড: এম এ কাদেও মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন,পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মো. মজিবুর রহমান .সিনিয়র সহসভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মিয়া, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল , হলদিয়ার সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা , কুকুযা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনি, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম তালুকদার, দিলসাদ পারভেজ রিপন তালুকদার, জাহিদুল ইসলাম জুয়েল ,যুবলীগ নেতা মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদা, আব্দুস সোবহান লিটন, সৈয়দ মীর হাবিবুর রহমান ,আমতলী পৌর যুবলীগের সম্পাদক তাজুল ইসলাম তিঠু, মিজানুর রহমান , মো. আবু সাইদ খোকন. ছাত্রলীগ সাধারন সভাপতি মো. মাহবুবু ইসলাম. সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজ , ছাত্রলীগ নেতা ইসফাক আহমেদ ত্বোহা প্রমুখসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে দেশের জনগন ও নেতাকর্মীদের সোচ্চার থাকার আহŸান জানান। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com