দেশজুড়ে সমাজের সুবিধাবঞ্চিত ও দুঃস্থ মানুষের মাঝে ২০১২ সাল থেকেই চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদানের পাশাপাশি শীতার্তদের জন্য কম্বল বিতরণ করে আসছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। ২০২২ সাল থেকে দেশের দুর্গম ও প্রত্যন্ত চরগুলোতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর, ২০২৩) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর চরে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। যমুনা নদী বিধৌত ও নদী-ভাঙন পীড়িত এই চরবাসীরা হাতের নাগালে চিকিৎসক ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ পেয়ে উপকৃত হয়। এছাড়াও অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতি পদক্ষেপকে স্বাগত জানিয়ে সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনকে অসহায় দরিদ্র-দুঃস্থদের সেবায় এগিয়ে আসার আহবান জানান। প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com