ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

জামালপুরে সাংস্কৃতিক সন্ধ্যা কন্সার্টে গাইবেন নোবেল ও সাইফ শুভ

জাগো বুলেটিন
জানুয়ারি ১১, ২০২৫ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে “দ্যা চাচ্চুস গ্রুপ”এর আয়োজনে জামালপুরে সাংস্কৃতিক সন্ধ্যা কন্সার্টের আয়োজন করা হয়েছে।

আসছে ১৭ই জানুয়ারি (শুক্রবার) উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় ব্যান্ড সহ পারর্ফম করবেন জনপ্রিয় সংগীত তারকা জি বাংলার সা রে গা মা পা এর নোবেল ম্যান খ্যাত মাইনুল আহসান (নোবেল) এবং বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সাইফ শুভ।

এরই মধ্যে সাংস্কৃতিক সন্ধ্যার সকল আয়োজন সম্পন্ন করেছে আয়োজক কমিটি “দ্যা চাচ্চুস গ্রুপ”। ১৭ই জানুয়ারির সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনটি জামালপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কন্সার্টটির আয়োজক কমিটি।

কন্সার্ট প্রসঙ্গে “দ্যা চাচ্চুস গ্রুপ” এর সদস্য রেদোয়ান খন্দকার মাহিন জানিয়েছেন, আমরা “দ্যা চাচ্চুস গ্রুপ” এর আয়োজনে ৩৬ জুলাই এর গণঅভ্যুত্থান স্মরণে এই কর্নসাটটির আয়োজন করেছি। এই কনসার্টটে আমরা জামালপুরবাসীর জন্য জনপ্রিয় সংগীত শিল্পী মাইনুল হাসান (নোবেল) কে প্রথমবারের মতো উপহার দিচ্ছি। এছাড়াও আমাদের জামালপুরের কৃতিসন্তান কণ্ঠশিল্পী সাইফ শুভ ভাই সহ আরও ২টি জনপ্রিয় ব্যান্ড দ্যা ইর্টারনাল এবং ব্যান্ড সময় এই কন্সার্টে পারর্ফম করবে। এক সাথে এতো গুলো প্রিয় মুখ অনুষ্ঠানে পার্ফম করবে এটা আমাদের জন্য ভিষণ আনন্দের। সকলের জন্য কনসার্টের গেইট ওপেন হবে ১৭ই জানুয়ারি দুপুর ৩টায়। কন্সার্টটি সম্পূর্ণ প্রসাশনিক ভাবে নিয়ন্ত্রণ করা হবে। কন্সার্টে ছেলে-মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ভাবে কনসার্ট উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে। কনসার্টে আগত দর্শক শ্রোতাদের জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করা হয়েছে। কন্সার্টটির জন্য পুরো জামালপুর জেলার সংগীত প্রিয় মানুষ অধির আগ্রহে অপেক্ষায় রয়েছে। আশাকরি সকলের সহোযোগিতায় আমরা কন্সার্টটি সফল ভাবে সম্পন্ন করতে পারবো।

কনসার্ট প্রসঙ্গে সংগীত শিল্পী সাইফ শুভ বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থান সারা বাংলাদেশের তারুণ্যের জয় গানের ইতিহাস। ৩৬ জুলাইয়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। জামালপুর আমার জন্মস্থান, সেখানকার সবাই আমার অতি পরিচিত এবং ভীষণ আপন।

জামালপুরের “দ্যা চাচ্চুস গ্রুপ” গণঅভ্যুত্থান স্মরণে একটি কনসার্টের আয়োজন করেছে। ভাবতে ভালো লাগছে আমাদের তরুণ প্রজন্ম ইতিহাসের এই চেতনাগুলোকে মনে প্রানে ধারণ করছে, ইতিহাস ধরে রাখার প্রয়াসে তারা একতাবদ্ধ। ১৭ই জানুয়ারি জামালপুর অডিটোরিয়ামে আমার পারফর্ম করার কথা রয়েছে। এমন আয়োজনের সাথে থাকতে পেরে ভালো লাগছে। আশা করি দারুণ কিছু হবে, সবাইকে সুন্দর একটি মিউজিক্যাল মোমেন্ট উপহার দিতে পারব সবাই এনজয় করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব, সাফায়াত বিন আবেদিন তুর্য বলেন, আয়োজনে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে “দ্যা চাচ্চুস গ্রুপ” একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। অনুষ্ঠানটি আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়কে তুলে ধরবে।

যারা গণঅভ্যুত্থানের মূল্যবোধ ধারণ করে এই আয়োজনকে সফল করার জন্য কাজ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আশা করি, উক্ত কন্সার্টটি সকলকে নতুন করে ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ করবে এবং আমাদের মধ্যে নতুন শক্তি সঞ্চার করবে।

/শুভ্র

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com