ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

টুইট করে আবার নিজেই মুছে দিলেন অমিতাভ বচ্চন

জাগো বুলেটিন
এপ্রিল ২০, ২০২২ ৭:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত জীবনের নানা কাজের আপডেট দেন অমিতাভ বচ্চন। নিজের ছবি থেকে শুরু করে ছেলের সিনেমারও প্রচার করতে দেখা যায় বিগ বি-কে। এছাড়াও ব্যক্তিগত আনন্দ-দুঃখ, উচ্ছ্বাস-শোক সবই প্রকাশিত হয় বিগ বি-র সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। সোমবার সেরকমই একটি টুইট করেন তিনি, কিন্তু কিছুক্ষণ পরেই সেই টুইট ডিলিট করেন দেন অমিতাভ নিজেই।

বলিউডে ডেবিউ করছেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা, স্বভাবতই উচ্ছ্বসিত দাদু। নাতির এই সুখবর যে পোস্ট করবেন অমিতাভ তা বলাই বাহুল্য। স্বভাবসিদ্ধভাবেই অগস্ত্যর প্রথম ছবির খবর টুইটারে শেয়ার করেন অমিতাভ। তিনি লেখেন ‘অগস্ত্য, তুমি জীবনে নতুন অধ্যায় শুরু করছ। আমাদের কাছে এর থেকে আনন্দের আর কিছু নেই। আমার আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা সবসময় তোমার সঙ্গে রয়েছে। ভালো কাজ কর, আর জয়ধ্বজা উড়িয়ে দাও।’

অমিতাভকন্যা শ্বেতা বচ্চন ও ব্যবসায়ী নিখিল নন্দার ছেলে অগস্ত্য নন্দা। জোয়া আখতারের মিউজিক্যাল দ্য আর্চিস-এ অ্যান্ড্রুর চরিত্রে অভিনয় করছেন তিনি। অগস্ত্য ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন শাহরুখকন্যা সুহানা খান ও বণি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। প্রথম থেকেই এই ছবি নিয়ে মুখে কুলুপ এঁটেছে গোটা বচ্চন পরিবার। তবে সোমবার শুটিং শুরু হতেই নাতিকে নিয়ে টুইট করেন অমিতাভ। এরপরই সেই টুইট ডিলিটও করে দেন তিনি।

সূত্রঃ জি নিউজ

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com