পবিত্র ঈদুল ফিতরের ছয় দিনের ছুটি শেষে আজ খুলেছে দেশের সব সরকারি অফিস-আদালত।
আজ বৃহস্পতিবার থেকে সরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরছে। প্রথম দিন অফিসে উপস্থিতি ছিল কিছুটা কম। কর্মকর্তা কর্মচারিগন অফিসে এসে সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং কোলাকুলি করেন।
সাপ্তাহিক দুদিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা।
গত ২৯ ও ৩০ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার ছিল সপ্তাহিক ছুটি। ১ মে রোববার ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ঈদের ছুটি ছিল।
করোনা মহামারির কারণে গত দুই বছর বিধিনিষেধ থাকায় ঈদগাহে জামাত হয়নি। তবে এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতসহ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়েছে।
ঈদের পর প্রথম কর্মদিবস আজ রাজধানীর সড়কে যান চলাচল ছিল কম। প্রায় অধিকাংশ সড়ক ছিল ফাঁকা। ফলে নির্বিঘেœ চলাচল করতে পারছেন মানুষ। করোনা বিধি-নিষেধের দুই বছর পর এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com