আজ ১৭ই আগস্ট সামাজিক উদ্যোক্তা, যুব সংগঠক, কলামিস্ট ও বাংলাদেশ চিত্র’র প্রকাশক শেখ রিফাদ মাহমুদ’র জন্মদিন। শেখ রিফাদ মাহমুদ নাটোরের সিংড়া উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
সামাজিক কার্যক্রমের অবদান রাখায় রিফাদ ২০২১সালে শিশুদের নোবেলখ্যাত ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ এর জন্য মনোনীত হয়। রিফাদ সে বছর সেপ্টেম্বরে নেপাল সরকার ও আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থার সহযোগিতায় ইয়ুথ পার্লামেন্টের উদ্যোগে কাঠমান্ডুতে বিশ্ব যুব সম্মেলনে বিশ্ব যুব নেতা সম্মাননা লাভ করেন।
রিফাদের বাবা অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম জানান, ছোটোবেলা থেকেই রিফাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের প্রতি তীব্র আকর্ষণ। তখন থেকেই সে সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত। সে শিশুদের শিক্ষা এবং অধিকারের বিষয়ে সচেতন ছিলো। ছোট থেকেই সহপাঠী অন্য শিশুদের শিক্ষা উপকরণ সহ বিভিন্ন সহায়তার চেষ্টা করতো সে।
বর্তমানে শেখ রিফাদ মাহমুদ এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে যুক্ত আছে। চলতি বছরের মে মাসে বেলজিয়ামের ব্রাসেলস এ প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের বৈশ্বিক সংগঠন গ্লোবাল স্টুডেন্ট ফোরামের উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পায় বাংলাদেশের শেখ রিফাদ মাহমুদ। বর্তমানে তিনি গ্লোবাল স্টুডেন্ট ফোরাম’র পরিবেশগত উন্নয়ন ও বিচার বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ইন্টার-এজেন্সি ওয়ার্কিং গ্রুপ অন রিপ্রোডাক্টিভ হেলথ ইন ক্রাইসিস (IAWG) তে স্বাস্থ্য ও প্রজনন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বোর্ড মেম্বার হিসেবেও যুক্ত আছে রিফাদ। এছাড়াও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের অফিসিয়াল শিশু ও যুব বিষয়ক কনস্টিটিউন্সি ইয়োনগো, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন (ওয়াইসি)’র যুব ফোরামের সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন তিনি।
বর্তমানে রিফাদ কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত। রাজনৈতিক ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নিয়মিত জাতীয় পত্রিকাগুলোতে কলাম লেখে সে।
জন্মদিনে শেখ রিফাদ মাহমুদ সকলের কাছে দোয়া চেয়েছেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com