
দেশের তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা থেকে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন ফুলবাড়ীয়া উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
গত সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আসিসিবি) এক জমকালো অনুষ্ঠানে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিকতায় অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে গুণী সাংবাদিকদের এই সম্মাননা প্রদান করা হয়।
১৯৫৪ সালের ৫ জানুয়ারি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়ায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবার নাম জমশেদ আলী ফকির ও মায়ের নাম আমীরজান। বিএ অনার্স সম্পন্ন করার পর এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।
আব্দুর রাজ্জাক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিববাহিনীর সাব-সেক্টর কোরিয়ার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ময়মনসিংহের চারটি যুদ্ধে অংশগ্রহণ করেন।
১৯৭৩ সালে ঢাকা থেকে প্রকাশিত বাংলার বাণীতে ময়মনসিংহের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন আব্দুর রাজ্জাক। দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে ডিক্লারেশন নিয়ে ময়মনসিংহ থেকে প্রকাশনা শুরু করেন। দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকাটি ময়মনসিংহ থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। আব্দুর রাজ্জাক বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ময়মনসিংহের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ময়মনসিংহ প্রেস ক্লাবের পাঁচবার সহসভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাও তিনি।
উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন ১১ জন অনুসন্ধানী সাংবাদিক। পাশাপাশি প্রতি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
