কিশোরগঞ্জের কটিয়াদীতে লেবু চাষ করে সফল হয়েছেন এমরান হোসেন খাঁন। কটিয়াদী পৌর এলাকার ভরারদিয়া মহল্লার মরহুম হাজী মোঃ চান মিয়া’র দ্বিতীয়পুত্র এমরান হোসেন খাঁন। পেশায় তিনি কটিয়াদী পৌরসভার পাম্প চালক/কনজারভেন্সি সুপারভাইজার পদে কর্মরত রয়েছেন। চাকুরীর পাশাপাশি পৈত্রিক ৩ একর জমিতে বিভিন্ন জাতের লেবু চাষ করে তিনি এখন স্বাবলম্বী একজন কৃষক। লেবু চাষে তার ভাগ্যবদল হয়েছে। বর্তমানে তার বাগান থেকে তিনি বছরে ১৫ লাখ টাকার লেবু বিক্রি করে আয় করছেন প্রায় ৮ লাখ টাকা।
৩ একর জমিতে তার লেবু গাছ রয়েছে প্রায় দুই হাজার পাঁচশত। লেবু চাষে লেবু গাছের তেমন পরিচর্যা করতে হয় না। সামান্য পরিশ্রমেই লেবু ফলানো সম্ভব। সামাজিক দায়বদ্ধতা বোধ থেকে তিনি এলাকার মানুষদের স্বল্পমূল্যে লেবু খাওয়ার ব্যবস্থা করছেন প্রতিনিয়ত। পাশাপাশি স্থানীয় কৃষকদের কৃষিকাজের মাধ্যমে বিকল্প কর্মস্থানের সুযোগও হয়েছে। এলাকায় তিনি একজন আদর্শ কৃষক। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা তার বাগান থেকে লেবু নিতে আসে। স্থানীয় বাজারেও রয়েছে তার লেবুর চাহিদা। তার লেবুর বাগানে রয়েছে দেশী লেবু, সিডলেস লেবু ও চায়না থ্রি লেবু।
এমরান হোসেন খাঁন বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহায়তায় তিনি লেবু চাষ শুরু করেন। শুরুতেই লেবু চাষ করতে খুব কষ্ট করতে হয়েছে। লেবুর বাগানই তার ভাগ্য বদলে এগিয়ে নেয়। আমার বাগানে এলাকার কিছু যুবকদের কর্মস্থান হয়েছে।
কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান শুক্কুর আলী বলেন, এমরান হোসেন খাঁন কটিয়াদী পৌরসভার স্টাফ। তিনি চাকুরীর পাশাপাশি অবসর সময়ে কৃষি কাজে স্বাবলম্বী হওয়ায় আমরা আনন্দিত। আমার বিশ্বাস দেশের প্রতিটা মানুষ যদি কৃষি কাজে আত্ম নিয়োগ করে তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। আমি তার সাফল্য কামনা করি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com