এম. এ আহাদ চৌধুরী রায়হান। চট্টগ্রামের ফটিকছড়ির ছেলে রায়হান পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯২ সালের ৩১ ডিসেম্বর বাবা মোঃ লোকমান চৌধুরী আর মা মোছাম্মৎ সমশীর বেগম নাছিম চৌধুরানী দম্পত্তির ঘর আলো করে জন্ম নেয় রায়হান।
উদ্যোমী তরুণ রায়হান ছোটবেলা থেকেই মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। রায়হানের মানবিক কাজ প্রশংসা কুড়াচ্ছে সবার থেকে। মানবিক রায়হান করোনার মধ্যেও ছিলেন একজন সক্রিয় সমাজকর্মী। অদম্য পথিক ফাউন্ডেশন গড়ে তুলে তার মাধ্যমে সারাদেশে মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত। করোনার মধ্যে অসহায়-দুস্থদের বাড়ি গিয়ে বিনামূল্যে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ত্রাণ পৌঁছে দিত অদম্য পথিক ফাউন্ডেশন। ঢাকা, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, রাঙামাটিসহ বিভিন্ন জেলায় তাদের এ সহায়তা কার্যক্রম চলে।
জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে রায়হানের উদ্যোগ সবুজ পৃথিবী গড়ার জন্য ভূমিকা পালন করছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অদম্য পথিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লক্ষ বৃক্ষরোপন করা হয়েছে। দেশের এবং বৈশ্বিক প্রয়োজন অনুধাবন করে অদম্য পথিক ফাউন্ডেশন ফটিকছড়ি কাঞ্চন নগর, চট্টগ্রাম মহানগর, খাগড়াছড়ি, কক্সবাজার, রাউজান, হাটহাজারী সহ বিভিন্ন অঞ্চলে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গনে ঔষধি, ফলজ ও বনজ জাতের গাছ রোপন করা হয়।
রায়হান একজন উদ্যোমী তরুণ। দেশ ও দশের জন্য এমন কল্যাণকর সব কাজে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। নিজের সংগঠন অদম্য পথিক ফাউন্ডেশনের পাশাপাশি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড জয়ী সংগঠন প্যারেন্টস এজিং ফাউন্ডেশনের উপদেষ্টা এবং স্বপ্নতরী ফাউন্ডেশনের সহ সভাপতি হিসাবে যুক্ত আছেন তিনি।
রায়হান তার মানবিক উদ্যোগ বিষয়ে বলেন, দেশের দুঃসময় মোকাবেলায় আমাদের সবারই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে৷ জনপ্রতিনিধি, শিল্পপতি ও বিত্তশালী এবং যেসব মানবিক সংগঠন আছে তারা যদি সাধারণ মানুষের পাশে এগিয়ে আসেন তাহলে মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস রেখে স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রায়হান। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল ছাত্রলীগে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদেও তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি।
রায়হান স্বপ্ন দেখেন স্বাধীনতার চেতনা আর বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com