‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে কৃষি মেলা -২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান। আলোচনা সভা শেষে মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, নার্সারী মালিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ মোট ২০ টি স্টল শোভাবর্ধন করেছে। এছাড়া বিভিন্ন ধরনের বীজ ও সনতান কৃষি সরঞ্জাম প্রদর্শিত হয়েছে। এ মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com