‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাগনভূঞায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র্যালি শেষে উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ কামাল উদ্দিন, বিটিভি জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি ইমাম হাছান কচি।
এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com