সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী আফসানা মোশাররফের নামে করা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের নতুন একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের নামকরণ বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (১০ এপ্রিল) কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক ভবন দুটির নামকরণ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ‘খন্দকার মোশাররফ হোসেন ছাত্রাবাস’ এবং ‘আফসানা মোশাররফ ছাত্রীনিবাস’ র নামকরণ করার সিদ্ধান্ত হয়েছিল। ফরিদপুর শহরের সুধীসমাজ, সাংবাদিক ও রাজনীতিবিদদের মতামত এবং সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দের লিখিত আবেদনের প্রেক্ষিতে আজ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওই প্রস্তাব বাতিলের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নতুন নামকরণ না হওয়া পর্যন্ত ভবন দুটি নবনির্মিত ছাত্রাবাস ও ছাত্রীনিবাস হিসেবে পরিচিত হবে। পরবর্তী সময়ে সর্বমহলের মতামতের আলোকে একাডেমিক কাউন্সিল ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নতুন নামকরণ করা হবে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com