সাভারের আশুলিয়ায় ধর্ষণের ঘটনায় আইনগত ব্যবস্থা না নিয়ে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ এ ঘটনায় মামলা নিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তকে। একই সঙ্গে আশুলিয়া থানার এসআই ফরিদুল আলমকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) ক্লোজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।
এর আগে ২১ মার্চ আশুলিয়ার ঘোষবাগ এলাকায় স্থানীয় সাকিব ভূইয়ার বিরুদ্ধে এক নারী পোশাকশ্রমিক থানায় ধর্ষণের অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, গত ৩ থেকে ৪ মাস আগে তার দোকানে গিয়ে অভিযুক্তের সঙ্গে পরিচয় হয় ভুক্তভোগীর। এরপর থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মধ্যে। পরে একাধিকবার ধর্ষণ করেন। গত ৬ মার্চ সর্বশেষ ধর্ষণের ঘটনা ঘটে। এরপর থেকে বিয়ের কথা বললে সেই নারীকে তালবাহানা করে ঘুরাতে থাকে ওই যুবক।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে এসআই ফরিদুল আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com