ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ফরিদপুরে মাদকবিরোধী সমন্বিত কর্মপরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি 
এপ্রিল ১৩, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য ফরিদপুরে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় শহরের অম্বিকা হলে এ কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামুলক ডোপটেস্টের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে। মাদক কখনো নির্মূল হতে পারেনা। কর্মশালায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলনের সমন্বিত কর্মপরিকল্পনা তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শামীম হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক লিটন আলীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার আলিমুজ্জামান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস,  সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন রায় সহ বিভিন্ন উপজেলা থেকে আসা জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মাদক ব্যবসায়ীরা নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে নতুন ধরনের মাদক পাচার ও ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা এখনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে পারিনি। দেশে কি পরিমাণ মাদকাসক্ত রয়েছেন তারও হিসাব নেই। স্বাস্থ্য বিভাগ এক হিসেবে জানিয়েছিলো এ সংখ্যা ৩৫ লাখ। আবার একটি এনজিও জরিপ করে জানিয়েছিলো ৭০ লাখ। এখন ঘরে ঘরে এই মাদকাসক্তের সমস্যা ছড়িয়ে পড়ছে। এজন্য মাদক থেকে মুক্তির জন্য সচেতনতা তৈরির কোন বিকল্প নেই। পরিবার থেকেই এ সচেতনতা তৈরি করতে হবে। তৃনমূল থেকে এব্যাপারে সুপারিশ আসতে হবে। সেটি সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com