ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ঝালকাঠিতে পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটিতে এক শিশুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে আরেক শিশু। বৃস্পতিবার ২১ এপ্রিল বিকেলে উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা গ্রামে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃতরা হলো-খাগড়াখানা এলাকার দিনমজুর শহিদ হাওলাদাররের সাত বছরেরর কন্যারাফিজা আক্তার এবং একই এলাকার মোহাম্মদ সোহেলের ছয় বছরের ছেলে আল আমিন।

নলছিটির নাচন মহল ইউনিয়নের গোবিন্দপুর এলাকার ইউপি সদস্য জামাল হোসেন জানান, দুপুরে খাগড়াখানা বিলাম হাসপাতালের সামনের খালে পানিতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানিয়রা খোজাখোঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বিকেল ৫ টায় বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দেড় ঘন্টার ব্যাবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার হুমায়ুন কবির বলেন, ‘আমরা অভিযান চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করেছি। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।

এবিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, ‘খবর পেয়ে আমাদের নলছিটি থানাপুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com