ময়মনসিংহের নান্দাইল থেকে গন্তব্য ছিলো ঈশ্বরগঞ্জ পর্যন্ত। চলতি পথে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের মাইজবাগ থেকে কিছুটা দূর এগোতেই সড়ক বিভাজকে চোখে পড়লো পলাশ ফুল। বাতাসে হেলে-দুলে মহাসড়কের যাতায়াতকারীদের যেন অভ্যর্থনা দিচ্ছিলো তারা।
ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ টু মাইজবাগ অংশে রাস্তার দুপাশে প্রায়শই চোখে পড়ে হরেকরকম ফুল গাছ। বসন্ত কাল হওয়ায় মহাসড়কের পার্শ্ব নানান রকমের ফুলে ফুলে সুশোভিত। নানান রঙের ফুলের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন মহাসড়কে চলাচলকারীরা।এই মহাসড়কে বাহারি ফুলের নজরকাড়া সৌন্দর্য, চলার পথে প্রকৃতির মাঝে যোগ করছে এক ভিন্নমাত্রা।
ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইল যাওয়ার পথে উপজেলার মাইজবাগ বাজার পর্যন্ত ১০.৯ কিলোমিটার সড়কে রয়েছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার বাহারি ফুল, ফল ও ঔষধি গাছ। বসন্তে এসব গাছ সেজেছে প্রকৃতির অপরূপ সাজে। মহাসড়কের দু’পাশে শোভা পাচ্ছে পলাশ, শিমুলসহ নানা জাতের বৃক্ষ এবং ফুল।
উপজেলার মাইজবাগ ইউনিয়নের তেরচাটি গ্রামের চমকদার বাড়ির সামনে মহাসড়কের উপর এলোমেলো বাতাসে দুলছে পলাশ।মন কেড়েছে পথচারী ও এলাকাবাসীদের।
স্থানীয় মারুফ মিয়া জানান, প্রায়শই দেখি মানুষ গাড়ি থামিয়ে গাছের পলাশ ফুলের গাছের কাছে গিয়ে সেলফি তুলে।এ গাছে ফুটে থাকা পলাশ রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com