ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

নেপালি কন্যা, বর ময়মনসিংহের আর বিয়ে ঢাকায়

জাগো বুলেটিন
মার্চ ১৪, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিঙ্গাপুরে চাকরির সূত্রে পরিচয় তারপর মন দেয়া নেয়া। প্রেমের আড়াই বছর পর সিদ্ধান্ত হয় দু’জনের বিবাহ বন্ধনের। এ সিদ্ধান্তে প্রথমে বাঁধ সাধেন কনের পরিবার। ভিনদেশি ছেলের সাথে এ সম্পর্ক মেনে নিতে চাননি তারা। তবে ভালোবাসার টানে টেকেনি সেই আপত্তি। ৭ মার্চ নেপালি কন্যা অনুদেবী চলে আসেন বাংলাদেশে। পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন। জমজমাট আয়োজনে সম্পন্ন হলো বিয়ের কাজ।

শনিবার (১২ মার্চ) ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠিত হয় তাদের। শুভেচ্ছা জানাতে আসেন স্থানীয় সংসদ সদস্যসহ রাজনৈতিক ব্যক্তি ও এলাকাবাসী।

হতিহর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রাণী পালের ছোট ছেলে পলাশ পাল। চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতির ভাই।

পলাশ পেশাগত কারণে সিংগাপুরে যান কয়েক বছর আগে। সেখানে পরিচয় হয় নেপালি কন্যা অনুদেবী ভুজেলের সাথে। অনুদেবীও সিংঙ্গাপুরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

কনে অনুদেবী জানান, তার বাবা ভারতীয় ও মা নেপালি। তার বাবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নকশালবাড়ি। মূলবাড়ি নেপালে। দুই বোনের মধ্যে তিনি ছোট। বড় বোনের বিয়ে হয়েছে নেপালে। বরের বাড়ির সবাই খুব ভালো, সবাই তাকে আপন করে নিয়েছে বলে জানান তিনি।

পলাশের মা পূর্ণিমা রাণী পাল বলেন, আমাদের ছেলে তাকে পছন্দ করেছে, কনেকে আমাদের পছন্দ হয়েছে, সে খুব ভালো মনের মানুষ। ইতোমধ্যেই সবাইকে আপন করে নিয়েছে।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, চার ভাই বোনের মধ্যে পলাশ সবার ছোট। অনুদেবীকে পছন্দের বিষয়ে সে আগেই আমাদের জানিয়েছিল। বিয়ের মাধ্যমে তাদের প্রেমের সফল পরিণয় ঘটেছে। নবদম্পত্তির জন্য সবার কাছে তিনি আশীর্বাদ কামনা করেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com