মুজিব শতবর্ষে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনেরও উদ্যোগ নেয়।
রোববার (১০ এপ্রিল) সকাল ১১ টায় গণভবন থেকে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে গৃহ নির্মাণ ও সার্ভিস ডেস্কের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, ময়মনসিংহ কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, তদন্ত অফিসার ফারুক হোসেন ও ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশের কর্মকর্তাগন।
এ জেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি গৃহহীন পরিবারকে একটি ঘর উপহার দেওয়া হয়। উপকারভোগী হলেন, ময়মনসিংহ কোতোয়ালী থানার ৫ নং সিরতা ইউনিয়নের হতদরিদ্র রেজিয়া খাতুন।ময়মনসিংহ জেলার ১৪ টি থানায় মোট ১৪ জনকে গৃহ নির্মাণ স্হাপন করে গৃহ হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে ঘোষণা করেছিলেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার প্রতিফলনেই গৃহহীনদের জন্য আবাসন প্রকল্পে সামিল হয়ে দেশের প্রতিটি থানায় একটি করে গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ কর্মসূচি নেয় বাংলাদেশ পুলিশ। গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় প্রত্যেক থানায় একটি হতদরিদ্র পরিবারকে ন্যূনতম এক কাঠা জমি ক্রয় করে আনুমানিক ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ, রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট একটি গৃহ নির্মাণ করে দেওয়া হয়।
এদিকে ময়মনসিংহ থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ২৪ ঘন্টা সার্ভিস ডেস্কে এসব সেবা চালু থাকবে বলেও জানা গেছে।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com