সৌদি আরব শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর দেশটি এই ঘোষণা দেয়।
কিংডম শুক্রবার ঈদ-উল-ফিতর উদযাপন করবে বলে একটি প্রতিবেদন করেছে সৌদি গেজেট।
দেশটির চাঁদ দেখা কমিটি তুমাইর এর মতে, বৃহস্পতিবার শাওয়ালের অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা গেছে, যার অর্থ এই বছর রমজান মাত্র ২৯ দিন চলবে।
চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ বছর ঈদ উদযাপিত হবে।
বাংলাদেশে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com