ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, প্রান্তিক পর্যায়ের শিশুদের অনেকেই সহযোগিতার চেষ্টা করেন। তবে শুধু সহযোগিতা করে বসে থাকলে চলবে না। এ শিশুদের নিবিড় পরিচর্যাও নিশ্চিত করতে হবে, যাতে তারা দেশের সম্পদ হয়ে গড়ে উঠতে পারে।
আজ বিকেল ০৫ টায় স্বপ্নপূরণ নর-নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে কমার্স কলেজে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মাননীয় মেয়র আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছেন। তার উদ্যোগকে সফলকাম করতে আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
স্বপ্ন পূরণ নর-নারী উন্নয়ন সংস্থার সভাপতি আফসানা আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।এছাড়া এ অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ ইকবাল, মহানগর আওয়ামী লীগের কার্যকরী নির্বাহী সদস্য আনোয়ারা খাতুন, ময়মনসিংহ ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা আহমেদ, ময়মনসিংহ সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আউয়াল মিন্টু, ময়মনসিংহ জর্জ কোর্টের এডভোকেট আনিসুর রহমান মোল্লা, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com