ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

শেখ হাসিনা দেশকে একধাপ এগিয়ে নিয়ে গেছেন : রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হতে একটি মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য যেসব ধাপগুলো রয়েছে তার থেকে একধাপ এগিয়ে নিয়ে গেছেন শেখ হাসিনা।

বঙ্গবন্ধু স্বপ্ন ক্ষুধা মুক্ত, দারিদ্র্য মুক্ত সোনার বাংলা করার জন্য যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরন করার জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। জনগনের যে প্রত্যাশা, মুক্তিযোদ্ধাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা প্রতিষ্ঠার জন্য। সারাবিশ্বে কনোরা মহামারীর সময় করোনা কে মোকাবিলা করেছেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় সারা বিশ্বের উন্নত দেশগুলো অর্থনৈতিক হিমশিম খাচ্ছিলো তখন শেখ হাসিনা তার বলিষ্ঠ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। বাংলাদেশের নাগরিকদের তিনি স্বস্তির মধ্যে রেখেছেন। তারা অনেক শান্তিতে রয়েছেন৷ বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা ১৭ সেপ্টেম্বর শনিবার দেবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, ৭৫ এর পর তারা অনেক লোককে হত্যা করেছে৷ তারা এখনো আওয়ামী লীগকে, মুক্তিযুন্ধের পক্ষের শক্তিকে নাজেহাল করার চেষ্টা করছে৷ তারা বলছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যাবে। তারা বলছে আওয়ামী লীগ নাকি ভারতের দালাল। ভারতের বিরোধিতা করাই তাদের রাজনৈতিক লক্ষ্য৷ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে নামাজ পড়া যাবেনা। আমরা একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে শতভাগ বিদ্যুৎয়ায়িত করেছি।
তিনি আরও বলেন শেখ হাসিনা আমাদের দেশের সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা দিয়েছেন। সব সুযোগ সুবিধা দিয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জর্জ।

দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রহমান সরকার, দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক নির্মল কুমার শর্মাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কৃষক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠিত বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com