সাভারের হেমায়েতপুরে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় তীব্র আগুনে কারখানাটির ভবনে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় ভবনটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মারমোড় এলাকার মেসার্স সাইদুর ফ্লাওয়ার মিলস নামের কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার ফায়ার সার্ভিস জানায়, ওই কারখানায় মসুর ডাল ভেঙ্গে প্যাকেটজাত করা হয়। সেই সাথে মুরগী ও কবুতরের খাদ্যও তৈরি করা হয়। সকালে কারখানার তিন তলায় বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে কারখানাটি পুড়ে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুনের তীব্রতা বেশী হওয়ায় ভবনটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় ভবনটি ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com