ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

কিশোরগঞ্জে ক্লিনিক থেকে রোগীর চুরি হওয়া জিনিস উদ্ধারের দাবীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
মার্চ ২০, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগীর সাথে থাকা টাকা,মোবাইল, চেকবই ও স্বর্নালংকার চুরির ঘটনায় কোন প্রতিকার না পেয়ে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবার।

রবিবার সকালে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শাহানা বেগম বলেন,গত বছরের ১৭ ডিসেম্বর তিনি অসুস্থ হয়ে কিশোরগঞ্জ হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি হন ।পরবর্তীতে গত ২৩ ডিসেম্বর সকাল ৭.১৮ মিঃ এই ক্লিনিকের দায়িত্বরত নার্স রিয়া আমাকে কে ইনজেকশন দেওয়ার জন্য ডাক দেয় । তখন আমার জ্যা মিনা আক্তার দরজা খুলে দিয়ে নার্স রিয়াকে দরজায় রেখে ওয়াশ রুমে চলে যায়। তখন আমি ঘুমিয়ে ছিলাম। কিছু সময় পর রিয়া এসে আমাকে ডেকে তুলে বলে, আপনার মোবাইল ও ব্যাগ চুরি হয়ে গেছে। আমি খুঁজে আমার ব্যাগ ও মোবাইল না পেয়ে বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষ ও আমার চিকিৎসায় নিয়োজিতকে জানিয়েও কোন ফল হয়নি। পরে কিশোরগঞ্জ মডেল থানায় একটি জি.ডি করি।জি.ডি’র প্রেক্ষিতে থানা পুলিশ মিঠামইন থেকে এস.আই লিটন গত ৩ মার্চ তারিখে আমার মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয় । আমি খোঁজ নিয়ে ও ক্লিনিকের সি.সি ক্যামেরার ফুটেজে জানতে পারি ক্লিনিকে ঘটনার দিন সকাল ৭.১৫ মিঃ মূল গেইটটি খোলা হয়নি। ফলে ৭.১৮ মিঃ ব্যাগ ও মোবাইল চুরি করতে বাহিরের লোক আসা সম্ভব নয়।এ ঘটনায় নার্স ও দায়িত্বরত লোকজনই জড়িত বলে আমি মনে করি।মানববন্ধন শেষে সিভিল সার্জন এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগী শাহানা বেগম।
সিভিল সার্জন সাইফুল ইসলাম বলেন, অভিযোগ কপি পেয়েছি আমি যথাযথ ব্যবস্থা নেব তবে পুলিশের এখানে ভুমিকা বেশি নিতে হবে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com