ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পালকপুত্রের শাবলের আঘাতে ঘটনাস্থলেই বাবা দেওয়ান দেলোয়ার হোসেন দিদার (৬৮) এর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক পালকপুত্র সোহেল রানা ও পুত্রবধু সোনিয়া বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারা সকলেই ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নল এলাকার স্থানীয় বাসিন্দা।
এলাকাবাসি জানায়, বেশ কিছুদিন ধরেই নিহত দেওয়ান দেলোয়ার হোসেন দিদারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল পালকপুত্র সোহেল রানার। এ নিয়ে সকালে বাবার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বাকবিতণ্ডা হয় সোহেলের। পরে একপর্য়ায়ে সোহেল জোর করে নিহতের জমিতে চলাচলের পথ বন্ধ করে ঘর তোলার চেষ্টা করে। এ সময় বাধা দিলে পালকপুত্রের হাতে থাকা লোহার শাবল দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা দেওয়ান দেলোয়ার হোসেন দিদারের মৃত্যু হয়।
এ বিষয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘাতক পালকপুত্র ও হত্যায় সহযোগী তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com