ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মেজর ড. রবিউল করিম ‘শেখ রকিবুল ফাউন্ডেশন’র প্রধান উপদেষ্টা নির্বাচিত

জাগো বুলেটিন
মে ৮, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দাতব্য প্রতিষ্ঠান শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা পদে নির্বাচিত হয়েছেন মেজর ড. শেখ মো. রবিউল করিম। ঈদ পরবর্তী কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

রবিউল করিম উনার কর্মজীবনে সপ্তম বিসিএস (৮৫) ব্যাচে নিয়োগপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে রাজশাহী কলেজ, নওগাঁ ডিগ্রি কলেজ, নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহীতে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ও এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ভারত থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বিএনসিসি ক্যাডেট হিসেবে যোগদান করেন। ছাত্র জীবন শেষে পিও হিসেবে বিএনসিসিতে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাদার বখশ’র সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ’র অধ্যাপক লেফটেন্যান্ট কর্ণেল আ.ন.ম সালেহ এর সঙ্গে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। রক্তদান সহ বিভিন্ন সমাজকল্যাণ সংগঠনের সাথে তিনি নেতৃত্বে ছিলেন।

রবিউল করিম পরবর্তী পদে মেজর পদে উন্নিত হন। তিনি এক মহাস্থান ব্যাটালিয়নের উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি যুক্ত। সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী শাখার সহ-সভাপতি, রাজশাহীস্ত নাটোর সমিতির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশনের অন্যতম সদস্য।

প্রসঙ্গত, ২০২১সালে শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কারে মনোনীত হওয়া গ্লোবাল ইয়ুথ লিডার সম্মাননা বিজয়ী শেখ রিফাদ মাহমুদ’র উদ্যোগে ‘শেখ রকিবুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র যাত্রা শুরু। সংগঠনটি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, নতুন পোষাক উপহার, বৃক্ষরোপণ ও বিতরণ সহ নানারকম সেবামূলক কাজ করে আসছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com