জেলায় আজ চরাঞ্চলে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে উপ সহকারী কৃষি অফিসারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
সংশ্লিষ্ট দপ্তরের হলরুমে বরিশাল অঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলি আজিম শরীফ, এ এফ এম শাহবুদ্দিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার ফাহিমা হক।
বক্তারা বলেন, সরকার দেশের চরাঞ্চলের জমিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজে লাগাতে চায়। বিশেষ করে চরাঞ্চলের ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে। তাই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে উপসহকারী কৃষি অফিসারদের করণীয় সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় প্রশিক্ষণে ।
প্রশিক্ষণে জেলার ৩০ জন উপসহকারী কৃষি অফিসারগণ অংশগ্রহণ করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com