নাটোরে অনুষ্ঠিতব্য পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে অবশ্যম্ভাবী করতে ভারত অসামান্য অবদান রেখেছিল। দেশের চলমান উন্নয়ন পথ পরিক্রমায় ভারত এখন আমাদের উন্নয়ন সহযোগী। সাংস্কৃতিক মিলনমেলায় আগত ভারতীয় রাজ্য সরকারের মন্ত্রীপরিষদ সদস্যবৃন্দসহ প্রতিনিধি দলের অতিথিবৃন্দকে অকৃত্রিম বন্ধুত্ব ও পরম আতিথেয়তায় বরণ করবে নাটোরের মানুষ।
আগামী রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার মূল আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্ম। এছাড়া ত্রিপুরা, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরো তিন মন্ত্রী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন।
অতিথিবৃন্দ উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর উপরে একটি আলোকচিত্র প্রদর্শনী উপভোগ করবেন। এরআগে অতিথিবৃন্দ রাণীভবানী রাজবাড়ি পরিদর্শন করবেন।
সভায় মিলনমেলা আয়োজনে সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং এ উপলক্ষে গঠিত উপ কমিটিসমূহকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা কার্যক্রম পরিচালনা করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com