ধামরাইয়ের কুশুরা ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্যবাহী রশিটান (কাছিটান) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মে) বিকেলে বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগেই খেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমায়।
গত মাসে শুরু হওয়া এই রশিটান (কাছিটান) প্রতিযোগিতা দীর্ঘ ১ মাস ধরে কয়েকটি ধাপে এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল।
ঐতিহ্যবাহী এ রশিটান ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ (ঢাকা-২০)।
উদ্বোধন কালে প্রধান অতিথি আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, মূলত এই খেলাটি পহেলা বৈশাখে হয়ে থাকে। গত দুই বছর করোনার কারনে খেলাটি বন্ধ ছিল। এবছর পহেলা বৈশাখে রমজান ছিল, সে কারনেই ঈদের পর আজ ঈদ আনন্দ হিসেবে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ঐতিহ্যবাহী রশিটান খেলার ধারাবাহিকতা ধরে রাখতে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্টদের পৃষ্ঠপোষকতায় ধামরাইয়ের কুশুরা ইউনিয়নে খেলাটি দীর্ঘ ১২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান স্থানীয়রা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com