
সিরাজগঞ্জের হাটিকুমরুলে নিউ লাইফ হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে হাটিকুমরুল বাজারের সমবায় ফিলিং স্টেশনের বিপরীত পাশ্বে নিউ লাইফ হসপিটালের হল রুমে, মিলাদ মাহফিল এবং বেলুন ও কবুতর উড়িয়ে ফিতা কেটে হাসপাতালের কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেন, ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ হেদায়েতুল আলম (আলম রেজা)।
এ সময় নিউ লাইফ হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মেহেদী হাসান (রিদয়),৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ইউপি সদস্য বাহাদুর আলী মন্ডল ,হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মতিন,স্থানীয় সংবাদ কর্মী সহ এলাকার সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাটিকুমরুল সহ আশে পাশের বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষেরা সহ বিভিন্ন শ্রেনী পেশার চিকিৎসা বঞ্চিত মানুষ এই নিউ লাইফ হাসপাতালের মাধ্যমে সু-চিকিৎসা সেবা পাবে বলে আশা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মোঃ হেদায়েতুল আলম (আলম রেজা)।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
