নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় পূবালী ব্যাংক লিমিটেড এর কলমাকান্দা উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে আজ।
উক্ত ব্যাংকটি নেত্রকোনা শাখার অধীনে কলমাকান্দা মধ্য বাজারে অবস্থিত এরশাদ ম্যানশন এর ২য় তলায় উদ্ভোধন করা হয়। কলমাকান্দা উপ-শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ব্যাংক ভবনে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড, নেত্রকোনা শাখা ব্যবস্থাপক মোঃতৌহিদুল বাহার,সঞ্চালনা করেন মোঃ মামুনুর রশিদ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম, পূবালী ব্যাংক লিমিটেড এর ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, কলমাকান্দা থানার (ওসি) তদন্ত খোকন কুমার সাহা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস,পূবালী ব্যাংক লিমিটেড কলমাকান্দা উপ-শাখার ব্যবস্থাপক শিবলি আহাম্মেদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, ভবন মালিক এরশাদ মিয়া, ব্যবসায়ী জহিরুল ইসলাম মোস্তফা, বণিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমূখ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com