গাইবান্ধার পলাশবাড়িতে এসকে হোম ডিজাইন এন্ড বিল্ডিং কনস্ট্রাকশন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের গাইবান্ধা বাসস্ট্যান্ডস্থ এলাকায় এসকে হোম ডিজাইন এন্ড বিল্ডিং কনস্ট্রাকশন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পলাশবাড়ি পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
এ উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সোহরাব আলী শাহীন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢোলভাংগা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরোয়ার রাব্বি, মহিপুর বাজার কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাংবাদিক মঞ্জুর কাদির মুকুলসহ অনেকে। শেষে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, পলাশবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম, মোস্তাফিজুর রহমান রাজা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com