
মঙ্গলবার ই-ফ্রিল্যান্সিং ডটকমের হেড অফিসে ওয়ান ব্যাংক টিমিটেড এবং ই-ফ্রিল্যান্সিং ডটকম প্রতিষ্ঠানের সাথে ওকে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (EMS) বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ই-ফ্রিল্যান্সিং ডটকমের গ্রাহকরা ওয়ান ব্যাংক লিমিটেড থেকে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সুবিধা (EMS) ওকে ওয়ালেট পেমেন্ট ব্যবস্থা এবং নানাবিধ প্রমোশনাল অফার উপভোগ করবেন। ওয়ান ব্যাংকের গ্রাহকরাও বিশেষ ছাড়সহ ই-ফ্রিল্যান্সিং ডটকমের নানা ধরনের সুবিধা উপভোগ করবেন।
ওয়ান ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মিরপুর ব্রাঞ্চ ম্যানেজার নিতাই চন্দ্র দত্ত, ওয়ান ব্যাংকের কাস্টমার সার্ভিস অফিসার সাখাওয়াত হোসেন সিফাত, ইএমএস রিলেশনশিপ অফিসার মুহাম্মদ আলতাফ হোসেন, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এ.এস.এম সোয়েব সাদি এবং ই-ফ্রিল্যান্সিং ডটকমের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আর্ফিয়াস আল-দ্বীন, ই-ফ্রিল্যান্সিং ডটকমের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি মোঃ আলাউদ্দিন মৃধা এবং ই-ফ্রিল্যান্সিং ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ফাইজা ইসলাম নাহিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
