নেত্রকোনার দুর্গাপুরে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। পৌরশহরের উকিলপাড়া এলাকায় হোসেন মার্কেটের দোতালায় রোববার (৫ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপ-শাখার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
উদ্বোধন পূর্ব আলোচনা সভায় ব্যাংক কর্মকর্তা আবু রায়হান সনি এর সঞ্চালনায়, নেত্রকোনার জেলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার কাউসার সুমন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, আ‘লীগ নেতা আলী আসগর, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, ভবনের স্বত্তাধীকারি আলহাজ্ব ডাঃ মো. রমজান হোসেন, দুর্গাপুর শাখার অফিসার ইনচার্জ মো. আল মঈনুল হাসান, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com