ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ভিসতা ইলেকট্রনিক্সে যোগ দিলেন ইলিয়াস কাঞ্চন

জাগো বুলেটিন
মে ১৭, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

উদ্যোক্তা পরিচালক হিসেবে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে যোগ দিচ্ছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

তাঁকে বরণ করে নিতে আজ রাজধানীর এক অভিজাত হোটেলে এক গ্রান্ড রিসিপশনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
নন্দিত এ অভিনেতা নিরাপদ সড়ক চাই আন্দোলনে সক্রিয় থাকার পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিসতা ইলেক্ট্রনিক্স লিমিটেডের পরিচালক উদয় হাকিম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘সবার প্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে এবার মানুষ উদ্যোক্তা হিসেবে দেখবেন।’

ভিসতার টিম প্রসঙ্গে তিনি বলেন, ‘ইলেকট্রনিক্স সেক্টরে দেশের সবচেয়ে মেধাবী ও দক্ষ টিম এখন ভিসতায়। ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকামান হোসেন আকাশ ছিলেন ওয়ালটনের ইন্টারন্যাশনাল মার্কেটিং এবং পলিসি বিভাগের প্রধান, ভিসতার চেয়ারম্যান শামসুল আলম ছিলেন ওয়ালটনের সোর্সিং বিভাগের প্রধান আর ভিসতার আরেকজন পরিচালক মইনুল হক ছিলেন ওয়ালটনের প্রধান প্রকৌশলী।’

‘জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন উদ্যোক্তা পরিচালক হিসেবে আমাদের সাথে যুক্ত হওয়ায় মেধা ও দক্ষতার সাথে ব্যক্তি ইমেজ ও বলিষ্ট নেতৃত্বের সমন্বয় হলো,’ যোগ করেন করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিম।
তিনি বলেন, ‘অধিক মুনাফা নয় বরং কম মুনাফা করে ক্রেতাদের কাছে রুচিশীল ও টেকসই পণ্য পৌঁছে দেওয়াই হবে ভিসতার প্রধান টার্গেট।’

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রয়েছে ভিসতার কারখানা। বাংলাদেশের বাজারে সবার আগে এ্যান্ড্রয়েড টিভি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। টেলিভিশন দিয়ে যাত্রা শুরু করলেও আস্তে আস্তে অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স বাজারে আনবে ভিসতা। সর্বশেষ রেফ্রিজারেটর উৎপাদন ও বিপণনে যাবে প্রতিষ্ঠানটি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com