ঢাকাবুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকালে তাপমাত্রা বিরাজ করছে ৭ ডিগ্রি সেলসিয়াস। শীতের তাপদাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
২৩ জানুয়ারি সকাল ৯ টায় তেতুঁলিয়া আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করেছে।
তাপমাত্রা রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করেছেন তেতুঁলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রাসেল শাহ। তিনি জানান, পঞ্চগড় জেলার উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
এর আগে সোমবার সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকালে দেখা যায়, কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জনপদ আর কনকনে ঠান্ডা বাতনস বইছে। গবাদি পশুরাও ঠান্ডায় জড়োসড়ো হয়ে পড়েছে। পশুদের শীত নিবারনের জন্য তাদের গায়ে পড়ানো হয়েছে পুরাতন বস্তা।
সাধারন মানুষেরা ছুটছে শীতের কাপড় কেনার জন্য। অনেকে শীত নিবারনের জন্য খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করেছেন।
প্রতি নিয়ত নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে চলছে। অনেকের মধ্যে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। হাসপাতালে শয্যার সংখ্যা কম থাকায় হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
এদিকে প্রচন্ড শীত আর হিমেল বাতাসে শ্রমজীবি সাধারণ মানুষেরা কাজে যেতে পারছেনা বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। তার সাথে দূর্ভোগে রয়েছে ছিন্নমুল মানুষ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com